Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় যুব উন্নয়ন অফিস থেকে যুব ঋণ পেলেন ২ লাখ টাকা
উন্নয়ন

কচুয়ায় যুব উন্নয়ন অফিস থেকে যুব ঋণ পেলেন ২ লাখ টাকা

কচুয়া উপজেলা যুব উন্নয়ন অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে প্রথমবারের মতো কচুয়ায় বায়োগ্যাস স্থাপন করেছেন কচুয়া বাজারের বনফুল হোটেলের পরিচালক মো. মনির হোসেন। ব্যাপক আকারে বায়োগ্যাস প্লান্ট স্থাপনের লক্ষে উপজেলা যুব উন্নয়ন থেকে ২ লক্ষ টাকা ঋণ গ্রহন করেন উদ্যোক্তা মো. মনির হোসেন। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ ২ লক্ষ টাকার ঋণের চেক উদ্যোক্তা মনির হোসেনের হাতে তুলে দেন।

এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলম, বায়োগ্যাস প্লান্ট স্থাপন ইঞ্জিনিয়ার কাউসার ও মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৪ জুন ২০২৪