কচুয়ায় যুবলীগ নেতার ওপর হামলা

কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও সাচার জগন্নাথ ধাম পুজা ও সাংস্কৃতিক সংঘের সহ-সভাপতি নিমাই সরকারের উপর অতর্কিত হামলা করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার বায়েক মোড়ে ডা. বিমল সরকারের দোকানে হামলার এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত নিমাই সরকার বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আহত যুবলীগ নেতা নিমাই সরকার বাদী হয়ে শনিবার বিকেলে একই এলাকার মামুন সরকারকে অভিযুক্ত করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় অভিযোগ ও হামলার শিকার গুরুতর আহত নিমাই সরকার জানান ঘটনার সময় আমি বায়েক বাজারে বিমল সরকারের দোকানে অবস্থান করছিলাম। এসময় জুয়ারীখোলা গ্রামের নাছির সরকারের ছেলে মামুন সরকার এসে ব্যবসায়ী সার লাইসেন্স বিষয় নিয়ে তর্ক-বিতর্ক শুরু করে।

একপর্যায়ে সম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিয়ে আমার বাম হাত, মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে হামলা করে। এদিকে বায়েক গ্রামের অধিবাসী ও যুবলীগ নেতা নিমাই সরকারের উপর হামলাকারী যুবক মামুন সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাাবাসী।

কচুয়া প্রতিনিধি, ৪ ফেব্রুয়ারি ২০২৩

Share