দুবাই শহরের দারাইয়া এলাকায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে ট্রলির চাপায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত চাঁদপুরের কচুয়ার তেগুরিয়া গ্রামের শ্রমিক হামানিয়া প্রধান বাবু (২৫) এর লাশ দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জানাযা শেষে তেগুরিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। গত ২২ এপ্রিল রাতে নিহত হন তিনি। পরবর্তীতে ২২দিন পর তার লাশ দেশে ফিরলে পরিবার ও আত্মীয় স্বজনের মাঝে শোকের মাতম দেখা দেয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,১৬ মে ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur