কচুয়ায় ৩ মাস ধরে একই স্থানে থাকা যুবককে বাড়ি ফেরাতে সহযোগীতা করুন
৩০ উর্ধ্ব বয়সী এক যুবক চাঁদপুরের কচুয়া উপজেলার বাচাঁইয়া ব্রিক ফিল্ড সংলগ্ন যাত্রী ছাউনিতে একই স্থানে মশারি সাটিয়ে রাত কাটাচ্ছে। টানা ৩ মাস ধরে দিনে-রাতে. ঝড় বৃষ্টিতে নি:সঙ্গ একাকিত্বভাবে আছেন তিনি। বাক-প্রতিবন্ধী হওয়ায় কারো কাছে চেয়ে কিছু নিচ্ছেন না তিনি। স্থানীয়রা তার নাম সাইদুল ইসলাম বলে ডাকেন। তবে তার প্রকৃত নাম ও গ্রামের ঠিকানা কিছুই বলতে পারছেন না প্রতিবন্ধী এই লোকটি।
সরেজমিনে স্থানীয় মেঘদাইর গ্রামের বাসিন্দা মো. আবুল বাশার জানান, গত ৩ মাস যাবত সে এখানে আছে। আমরা স্থানীয় লোকজনের সহযোগীতায় মাঝে মাঝে তাকে খাবার দেই। সে এখানে প্রথমত খাবার খেলেও এখন আর খাবার খেতে চায়না। অসুস্থ্যতার ফলে দিন দিন শরীর অবনতি হচ্ছে। বর্তমানে তার সঠিক চিকিৎসা প্রয়োজন বলে তিনি জানান।
প্রায় সময় না খেয়েই দিন কাটে তার। সঠিক নাম ঠিকানা বলতে না পারায় তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করতে পারছি না। এ সংবাদে প্রকাশিত ছবি দেখে তাকে কেউ চিনে থাকলে প্রকৃত অভিভাবক, মো. আবুল বাশার ০১৭৭১-৯৪১৫৪১ নাম্বারে যোগাযোগ করে তাকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানান তিনি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৮ জুলাই ২০২৫