যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্যদিয়ে শনিবার সারাদেশের ন্যায় চাঁদপুরের কচুয়া উপজেলার সর্বত্র পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার পর দেশের মুসলিম সম্প্রদায় তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করছে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দেশের ধর্মপ্রাণ লাখো কোটি মানুষ ঈদগাহ, মসজিদ ও খোলা মাঠে আজ ঈদের নামাজ আদায় করেছেন।
ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল আটটায় কচুয়া বড় মসজিদ ও ঈদগাহ মাঠে। একই দিন কচুয়া উপজেলার পালাখাল,তেগুরিয়া,চাংপুর,কচুয়াসহ বিভিন্ন এলাকায় ঈদগা মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ আদায় শেষে মুসিল্লরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন। এসময় মুসলিম উম্মার জন্য শান্তি কামনা বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৩ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur