সেবার মাধ্যমে মানুষের খুব কাছে যাওয়া যায়। সেবা করেই মানুষের কল্যাণে কাজ করা যায়। গ্রামীণ গরিব-অসহায় মানুষ যাতে সেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্য নিয়েই সারা বাংলাদেশে কাজ করছে ম্যাক্সওয়ান ফাউন্ডেশন স্বাস্থ্য ক্লিনিক। তারই ধারাবাহিকতায় চাঁদপুরের কচুয়ায় ম্যাক্সওয়ান ফাউন্ডেশন স্বাস্থ্য ক্লিনিক কচুয়া শাখার শুভ উদ্ভোধন করেন ম্যাক্সওয়ান প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ওমর ফারুক শাহীন।
শুক্রবার সকালে চাঁদপুরের কচুয়া উপজেলায় এক জমকালো আয়োজনে ম্যাক্সওয়ান ফাউন্ডেশন স্বাস্থ্য ক্লিনিক, কচুয়া শাখা চিকিৎসা কেন্দ্র, মক্কা হসপিটালের শুভ উদ্ভোধন করা হয়। ম্যাক্সওয়ান ইন্টারন্যাশানাল প্রাইভেট লিঃ এর পরিচালক আশিক খানের পরিচালনায় মক্কা হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর মোঃ সাব্বির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ম্যাক্সওয়ান ইন্টারন্যাশানালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ওমর ফারুক শাহীন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ম্যাক্সওয়ান ফাউন্ডার শেয়ার মোঃ শাখওয়াত হোসেন, ডাঃ কামাল হোসেন, ভাইস চেয়ারম্যান মক্কা হসপিটাল মোঃ মহিউদ্দিন, প্রভাষক ওমর ফারুক। শুভেচ্ছা বক্তব্য রাখেন ম্যাক্সওয়ান প্রাইভেট লিঃ এর জি এম রিপন মিয়াজী, কো¤পানির এএসএম কামাল মৃধা, ফাউন্ডার সাব্বির আহমেদ, ওবায়দুল হক, বিজনেস হোল্ডার গাজী সলেয়মান, নূরে আলম, সিনিয়র এএসএম কামাল হোসেন মৃর্ধা ও কামাল সাহাজীসহ আরো অনেকে।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওঃ ওবায়দুল হক। এ সময় সেবা প্রত্যাশী গ্রাহক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur