মালয়েশিয়া বিএনপি’র সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা বিএনপির অন্যতম উপদেষ্টা, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য ও কচুয়া উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজীর সুস্থতা কামনায় উপজেলা ওলামাদলের পক্ষ থেকে দোয়া ও মোনাজাত করা হয়েছে। ১৯ জানুয়ারি রবিবার উপজেলার বড়দৈল তা’লিমুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসায় এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মো. মহিউদ্দিন আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ সাইফুল মিজান, সিনিয়র উপজেলা ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোঃ মুজিবুর রহমান, ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবু তাহের, বড়দৈল তালিমুল ইসলাম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ শিহাব উদ্দিন আশরাফীসহ স্থানীয় রাজনৈতিক নেতা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ জুবায়ের হোসেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২০ জানুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur