চাঁদপুরের কচুয়া উপজেলার মোমখোলা থেকে উজানী দেওকামতা সড়কটি বেহাল দশার কারণে জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
সড়কটি হোসেনপুর এলাকা পর্যন্ত সংস্কারের উদ্যোগ নিলেও উজানী মাদ্রাসার দেওকামতা সড়কটির বিভিন্ন স্থানের পাথর ও পিচ উঠে কাঁচা সড়কে পরিণত হয়েছে। একটু বৃষ্টি হলে বড় গর্তে পানি জমে থাকে। এতে জনসাধারন ও চালকদের চলাচলে চরম দুভোর্গ পোহাতে হয়। তারপরও ওই সড়ক দিয়ে প্রতিদিন শত শত লোকজনসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা চলাচল করতে বাধ্য হচ্ছে। রাতের অন্ধকারে ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। সড়কটিতে বড় বড় গর্তের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পথচলা।
স্থানীয় অধিবাসীরা জানান, উপজেলার মোমখোলা সড়ক থেকে দেওকামতা পর্যন্ত রাস্তার বেহাল দশার কারনে আমরা নিয়মিত যাতায়াত করতে পারছি না। সড়কের বিভিন্ন স্থানের পাথর ও পিচ উঠে গিয়ে খানা-খন্দের কারণে যানবাহন চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানান তারা।
চালকরা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কের কিছু অংশে ইট থাকলেও একেবারেই চলাচলের অনুপযোগী। ঝুঁকি নিয়ে আমাদের যাত্রী নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। সড়কটি দ্রুত মেরামত করে দেয়ার দাবি জানানও তারা।
কচুয়া উপজেলা প্রকৌশলী আব্দুল আলিম লিটন চাঁদপুর টাইমসকে বলেন, উপজেলার বিভিন্ন স্থানে রাস্তাঘাট সংস্কারের প্রক্রিয়াাধীন রয়েছে। বিভিন্ন সড়কে কাজ চলছে। সরেজমিনে গিয়ে দ্রুত ওই সড়কটি মেরামতের সংস্কারের উদ্যোগ নেয়া হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৮ সেপ্টেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur