চাঁদপুরের কচুয়া উপজেলার অভয়পাড়া ও পূর্ব বিতারা গ্রামে গত ২ দিনে পৃথকভাবে চারটি গৃহে সীধ কেটে মোবাইল ও মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গৃহকর্তা ও সাধারণ লোকজনের মাঝে ভয়-আতঙ্ক দেখা দিয়েছে।
জানা গেছে, বুধবার রাতে উপজেলার অভয়পাড়া গ্রামের মোবারক হোসেন প্রধানের গৃহে সীধ কেটে মোবাইল ও মালামাল নিয়ে যায়। এর আগের দিন মঙ্গলবার রাতে একইভাবে সীধ কেটে কৌশলে গৃহে প্রবেশ করে অভয়পাড়া গ্রামের তকবুল হোসেন ভূঁইয়া, মজু মিয়া ও পূর্ব বিতারা গ্রামের আব্দুস সাত্তারের গৃহের মূল্যবান মোবাইল নিয়ে যায় অজ্ঞাত চোরের দল। দিন দিন চোরের উৎপাত বেড়ে যাওয়ায় চরম অশান্তিতে রয়েছে এলাকাবাসী।
কচুয়া থানার ওসি এম. আবদুল হালিম জানান, সীধ কেটে মোবাইল চুরি হওয়ার বিষয়টি জানা নেই। তবে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো অভিযোগ দিলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩১ অক্টোবর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur