চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আফজাজুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ২য় বারের মতো মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় ও রাগদৈল ইসলামিয়া আলিম মাদ্রাসায় পৃথক ২টি কেন্দ্রে শনিবার সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বৃত্তি পরীক্ষায় কচুয়া উপজেলার ৬টি ইউনিয়নের দুটি ভাগে ৪র্থ থেকে দশম শ্রেনীর মোট ৬শ ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।
পরীক্ষার কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন,সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন মোল্লা ও রাগদৈল ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. রুস্তম আলী সরকার।
কেন্দ্র পরিদর্শন করেন,কচুয়া উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মফিজুল ইসলাম, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান ও আয়োজক ডা. মো. আরিফুল ইসলাম, পরিচালক ফারুক হোসেন, আবদুল বারী সহ আরো অনেকে। উল্লেখ্য যে, আগামী ২১ শে ফেব্রুয়ারী এ পরীক্ষায় উত্তীর্ন শিক্ষার্থীদের সার্টিফিকেট ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২১ ডিসেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur