চাঁদপুরের কচুয়ায় স্মার্ট বাংলাদেশ বির্নিমানে বাংলাদেশ পরিসংখ্যান বুরো জনশুমারি গৃহয়ান প্রকল্পের ট্যাবসমূহ মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যবহারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরূপ শনিবার শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।
ইউএনও মো. নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। একই দিনে তিনি বিভিন্ন এলাকার ৫০টি এতিমখানা, ২২ জন অসহায় রোগী ও ১১ জন উদ্যোক্তাকে ক্ষুদ্র ঋন ও অনুদানের চেক বিতরণ করেন।
এসময় উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জয়নাল আবেদীন,ওসি মোহাম্মদ ইব্রাহিম খলিল ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২০ মে ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur