চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও তেজগাঁও সরকারি কলেজের একাদশ শ্রেনীর প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনের স্মৃতিচারনে আব্দুরøাহ মেমোরিয়াল গার্ডেন স্থাপন করা হয়েছে।
পালাখাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যাতিক্রমি উদ্যোগে নতুন একাডেমিক ভবনের সামনে আব্দুল্লাহ আল নোমানকে সাধারন মানুষের মাঝে স্মরনীয় ও বরনীয় করে রাখতে তার নামে গার্ডেন স্থাপন করা হয়। আব্দুল্লাহ আল নোমান পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমানের একমাত্র ছেলে ছিলেন।
উল্লেখ্য যে, গত ২৮ আগস্ট আব্দুল্লাহ আল নোমান হিটস্ট্রোকে আকস্মিকভাবে মারা যান। তার মৃত্যুর পর ছেলেকে হারিয়ে শোকাহত হয়ে পরে তার পুরো পরিবার। তার স্মৃতি ধরে রাখতে পালাখাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় এমন উদ্যোগ নেয়া হয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৮ অক্টোবর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur