কচুয়া উপজেলা যুদ্ধাকালীন কমান্ডার, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও পালাখাল ছালেহিয়া আলীম মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ পাঠানের স্মরনে শোকসভা,আলেচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে শোকসভা ও দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আব্দুর রাজ্জাক আনোয়ারীর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মোহাম্মদ উল্যাহ’র পরিচালনায় এসময় স্মৃতিচারনমূলক বক্তব্য রাখেন, মাদ্রাসার ভাইস পিন্সিপাল মো. ছাদেকুর রহমান, সহকারী মৌলভী আব্দুল কুদ্দুস খান,আরবী প্রভাষক নেয়ামত উল্যাহ,সমাজসেবক আব্দুর রহমান সবুজ,উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম সৌরভ সহ আরো অনেকে। পরে মরহুমের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আব্দুর রাজ্জাক আনোয়ারী। এ শোক সভায় মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী, ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কচুয়া প্রতিনিধি, ২৫ অক্টোবর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur