চাঁদপুরের কচুয়া উপজেলা যুদ্ধকালীন কমান্ডার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ পাঠানের বাড়ির ভাড়াটিয়া বেসরকারী এনজিও সংস্থা আপ এর ম্যানেজার মহিউদ্দিনের ভাড়া বাসায় দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
সোমবার মধ্যরাতে অজ্ঞাত চোরের দল আপ ম্যানেজার মো. মহিউদ্দিন এর বাসার সামনের দরজার শিকল কৌশলে গৃহে প্রবেশ করে ৪টি ফ্যান, ইলেকট্রিক ক্যাটলী, চুলা, গ্যাস সিলিন্ডার, রাইস কুকার, আকাশ টিভির মেশিনসহ প্রয়োজনীয় মূল্যবান মালামালসহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে।
আপ এর ম্যানেজার মহিউদ্দিন এর স্ত্রী হাসিনা বেগম জানান, প্রায় ৮বছর যাবৎ পালাখাল গ্রামে কমান্ডার আবদুর রশিদ পাঠানের বাড়িতে তারা ভাড়ায় বসবাস করছেন। তার স্বামী পূর্বে পালাখাল বাজারে আপ শাখা ব্যাবস্থাপক ছিলেন। বর্তমানে মতলব উত্তরের বাগানবাড়ি এলাকায় কর্মরত আছেন। কিন্তু তিনি তিন মেয়ের লেখাপড়ার কারনে এখানে রয়েছেন এবং কিছুদিন পর বাসা ছেড়ে নিজ গ্রাম দোঘরে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু সোমবার রাতে চোরের দল তার গৃহের সকল মালামাল নিয়ে ব্যাপক ক্ষতিসাধন করেন।
এ ঘটনায় খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিব মজুমদার জয় ক্ষতিগ্রস্থ পরিবারের খোজ খবর নেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২ এপ্রিল ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur