Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় মুক্তিযোদ্ধা হাফিজুল্লাহ পাটোয়ারীর দাফন সম্পন্ন
মুক্তিযোদ্ধা

কচুয়ায় মুক্তিযোদ্ধা হাফিজুল্লাহ পাটোয়ারীর দাফন সম্পন্ন

দেশের মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদ মহিবুল্লাহ পাটোয়ারী বীর বিক্রমের ছোট ভাই, বীর মুক্তিযোদ্ধা মো: হাফিজুল্লাহ পাটোয়ারী আর বেঁচে নেই (ইন্নালিল্লাহি…. ইলাইহি রাজিউন)।
তিনি বুধবার বেলা ১১ টা ২০ মিনিটের দিকে ঢাকার ইসলামিয়া কার্ডিয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ২ মেয়ে সহ বহুগুনগ্রানী রেখে গেছেন।

পরদিন বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে মরহুমের মরদেহ কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের সাহেদাপুর গ্রামের পাটোয়ারী বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাজায় এলাকার অসংখ্য মুসল্লী অংশগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি একজন সহজ সরল, ন্যায় বিচারক ও প্রতিবাদী মানুষ হিসেবে এলাকার মানুষের কাছে পরিচিত ছিলেন।

এদিকে বীর মুক্তিযোদ্ধা হাফিজুল্লাহ পাটোয়ারীর মৃত্যুতে আজ শনিবার শাহেদাপুর গ্রামে বেলা ১১ টায় মরহুমের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত দোয়া অনুষ্ঠানে এলাকাবাসী সহ মরহুমের আত্নীয়-স্বজন ও শুভাকাক্সক্ষীদের যথাসময়ে উপস্থিত থাকতে মরহুমের ভাতিজা ঢাকা জাতীয় জরুরী সেবায় ৯৯৯ কর্মরত ওসি সালাউদ্দিন জুয়েল সবাইকে বিশেষভাবে দাওয়াত করেছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৯ জানুয়ারি ২০২৬