কচুয়ায় মুক্তিযুদ্ধের সংগঠক এম.এ রশিদ প্রধান প্রধানের মৃত্যুবার্ষিকী পালিত

কচুয়া উপজেলা সংগ্রাম কমিটির সভাপতি, মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ পরিচালনা ব্যবস্থাপক, বৃহত্তর কুমিল্লা, চাঁদপুর মহকুমা অন্তর্গত কচুয়া থানায় ১৯৭০ এর ১৭ই ডিসেম্বর প্রাদেসিক পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি, শ্রীরামপুর মোহাম্মদীয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ৭১’র মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা এম.এ রশিদ প্রধানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় মরহুমের প্রতিষ্ঠিত কচুয়ার ঐতিহ্যবাহী শ্রীরামপুর মোহাম্মদীয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে স্মৃতিচারক মূলক আলোচনা সভা, কোরআন খতম, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মরহুমের জৈষ্ঠ্য সন্তান ও শ্রীরামপুর মোহাম্মদীয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মো. নাছির উদ্দিন প্রধানের সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক শাহীন মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান শিশির।

বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. জাবের মিয়া, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক, মাদ্রাসার সহকারি অধ্যাপক মনিরুল ইসলাম, সাংবাদিক আফাজ উদ্দিন মানিক, সমাজসেবক জাহাঙ্গীর আলম মিয়াসহ আরো অনেকে। এসময় মাদ্রাসার অধ্যক্ষ মো. নুরুল আলম মজুমদার, মাদ্রাসার দাতা সদস্য ও গভর্নিং বডির সদস্য মো. আলাউদ্দিন প্রধান, মো. কুতুব উদ্দিন প্রধান, সহকারি শিক্ষক (বিএসসি গনিত) মো. আব্দুল আউয়ালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৯ মার্চ ২০২৪

Share