কচুয়ায় মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরের কচুয়ায় মিনি ফুটবল টূর্নামেন্ট ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে কাদলা ইউনিয়নের ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে উৎসব ও আনন্দমূখর পরিবেশে এ খেলা অনুষ্ঠিত হয়। মিনি ফুটবল ফাইনাল খেলায় হাজীগঞ্জ মারকি বন্ধু স্পোটিং ক্লাব ও ফরিদগঞ্জ স্পোটিং ক্লাব খেলোয়াররা অংশগ্রহন করেন। পরে টাইব্রেকারে ফরিদগঞ্জ স্পোটিং ক্লাব জয়ী লাভ করেন।

ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মজুমদারের সভাপতিত্বে ও হাজীগঞ্জ মডেল কলেজের প্রভাষক মাহমুদুল হাসান গোফরানের পরিচালনায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জজ কোর্টের আইনজীবী সুমন দেবনাথ রাজু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দরবেশগঞ্জ খেলাঘরের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. বোরহান উদ্দিন মজুমদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, কাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল হাসানাত ফরহাদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মজুমদার, দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুছ সোবহান, ইউপি সদস্য মিজানুর রহমানসহ আরো অনেকে।

এসময় উপজেলা ওলামালীগ সদস্য মাও. সেলিম বেপারী,ইউনিয়ন যুবলীগের সদস্য হাসান বেপারী,অ্যাডভোকেট আতিকুর রহমান,ছাত্রলীগ নেতা ওমর ফারুকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে চ্যাম্পিয়ান ফরিদগঞ্জ স্পোটিং ক্লাব খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৩ ডিসেম্বর ২০২৩

Share