কচুয়ায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ

চাঁদপুরের কচুয়ার অভয়পাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা ও মারধরের অভিযোগে প্রবাসী ও তার বাবাকে হয়বানী মূলক মামলা দিয়ে হয়রানির ঘটনায় দ্রুত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ভোক্তভোগী পরিবার। শুক্রবার সকালে উপজেলার অভয়পাড়া বাজারে এলাকাবাসীর উপস্থিতিতে প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে মামলায় হয়রানির শিকার সৌদী প্রবাসী মো. বোরহার পাঠান বলেন, আমি প্রবাস থেকে ফেব্রুয়ারী মাসে বাড়িতে এসেছি। সম্প্রতি পারিবারিক জমি সংক্রান্ত তর্কবির্তকের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাই ফারুক পাঠানের স্ত্রী পান্না বেগম বর্তমানে আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দেন। ফলে আমি এখন বিদেশে পারছিনা। মামলার কারেন বিদেশ যেতে না পেরে স্ত্রী-সন্তানদের নিয়ে অনাহারে-অর্ধাহারে অতি কষ্টে দিন কাটাচ্ছি। আমি তদন্তপূর্বক মিথ্যা মামলা থেকে অব্যাহতি চাই।

মামলার বিবাদী মো. দুলাল হোসেন পাঠান, সাক্ষী মো. আনোয়ার হোসেন, মজিবুর রহমান, আতিক পাঠান ও স্থানীয় বাসিন্দা মো. আব্দুল হান্নান পাঠান জানান, ঘটনার দিন তুচ্ছ তর্ক-বিতর্ক হয়েছে। যা স্থানীয় ভাবে সমাধান করা হয়েছে। পান্না বেগমকে কেউ মারধর কিংবা শ্লীলতাহানী করেননি। তিনি মিথ্যা মারধরের ঘটনা সাজিয়ে প্রবাসীর পরিবার কে অহেতুক ৪/৫ টি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন। আমরা ওই মামলা প্রত্যাহারের জোড় দাবি জানাই।

স্থানীয় ইউপি সদস্য মো. ইউনুছ মিয়া বলেন, উভয় পক্ষ জমি সংক্রান্ত বিষয় নিয়ে তর্ক-বিতর্ক হয়েছে বলেছে শুনেছি। উভয় পরিবার চাইলে বিষয়টি স্থানীয় ভাবে বসে সমাধানের চেষ্টা করা হবে।

কচুয়া প্রতিনিধি/
৩১ অক্টোবর ২০২৫