চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মাঝিগাছা মাওলানা মবিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও হরিপুর গ্রামের বাসিন্দা হাজারোমানুষ গড়ার কারিগর কবির উদ্দিন সিকদার আর বেঁচে নেই (ইন্নালিল্লাহি……রাজিউন)। তিনি বৃহস্পতিবার ভোর ৫ টা ৪০মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে গত ২২ নভেম্বর থেকে রাজধানী বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে বৃহস্পতিবার বাদ জোহর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে মরহুমের লাশ হরিপুর গ্রামের পারিবারির কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাযা অনুষ্ঠানে এলাকার শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের হাজারো ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নামে।
মরহুম কবির উদ্দিন সিকদার কচুয়া উপজেলা বিএনপির অন্যতম উপদেষ্টা ও বিশিষ্ট ব্যাংকার মামুনুর রশিদ মোল্লার ভগ্নিপতি ও কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক আমার দেশ পত্রিকার চাঁদপুরের কচুয়া উপজেলা প্রতিনিধি খোরশেদ আলম সিকদারের শশুর। মরহুম কবির উদ্দিন সিকদার জীবদ্দশায় একজন সৎ, নির্লোভ, নিরহংকার ও ন্যায়বিচারক হিসেবে এলাকাবাসীর মাঝে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে হাজারো শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১১ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur