কচুয়ায় মাদ্রাসা ও এতিমখানায় উপহার সামগ্রী বিতরণী ও সভা

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বড়দৈল রহমানিয়া নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরন, বার্ষিক ক্রীড়া ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার সভাপতি মো. সাইফুল ইসলাম রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরন করেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডাইরেক্টর, কচুয়ার কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম রনি।

মাদ্রাসার সাবেক শিক্ষার্থী এনামুল মোহাম্মদ আব্বাস খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লাকশিবপুর ফিরোজা বেগম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ তালুকদার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ^বিদ্যালয়ের রেন্ট কালেক্টর (ইনচার্জ) সাজেদুল হাসান কামাল, বাংলাদেশ আওয়ামীলীগ তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য সোহেল মাহমুদসহ আরো অনেকে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসার মোহতামিম মাওলানা মুফতি নাজমুল হাসান। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন, ইউপি সদস্য ফয়সাল মিয়াজী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মহসীন ফরাজী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালমান চৌধুরী কাইয়ুম, সমাজসেবক নাসির সর্দার, তারেক হাবিব, ইউনুস মিয়াজী প্রমুখ। পরে অতিথিদের মাঝে সম্মাননা ক্রেষ্ট ও কৃতি শিক্ষার্থীদের উপহার সামগ্রী দেয়া হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১২ জুলাই ২০২৪

Share