সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় মাদক কারবারী ইয়াবাসহ গ্রেফতার
মাদক

কচুয়ায় মাদক কারবারী ইয়াবাসহ গ্রেফতার

কচুয়া উপজেলার বেরকোটা গ্রামের বাসিন্দা ও মাদক কারবারী যুবক ইয়াসিন কে ১৬ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ইয়াসিন উপজেলার বেরকোটা গ্রামের সাবেক ইউপি সদস্য ইদ্রিস মিয়ার ছেলে।

রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেরকোটা গ্রামের নিজ বাড়ি থেকে সাচার পুলিশ ফাঁড়ির এসআই মোঃ শাহজাহান সঙ্গীয় ফোর্স নিয়ে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কচুয়া থানায় মামলা দায়ের পর সোমবার দুপুরে চাঁদপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম। তিনি বলেন, গ্রেফতারকৃত ইয়াসিন একজন পেশাদার মাদক কারবারি। গ্রেফতারের পর তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

কচুয়া প্রতিনিধি/ ১১ আগস্ট ২০২৫