চাঁদপুরের কচুয়ায় ফসলি জমিসংলগ্ন বালুর মাঠ থেকে কবির মিয়াজী নামে শতবর্ষী বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মাঠের পানিতে তার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।
বৃহস্পতিবার সকালে উপজেলার রাগদৈল ইমাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সংলগ্ন দক্ষিণ পাশের ফসলি জমির মাঠের পানিতে অর্ধগলিত ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সেই রহস্য জানা যায়নি।
কবির মিয়াজী (১০০) উপজেলার রাগদৈল গ্রামের মৃত আব্দুল গনি মিয়াজীর ছেলে।
কবির মিয়াজীর ছেলে আব্দুল লতিফ মিয়াজী জানান, গত ১৬ জুন (সোমবার) সকাল ৮টার দিকে বাড়ি থেকে তার বাবা বের হয়ে তিনি আর ফেরেননি।
কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ রাগদৈল উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশের ফসলি জমির বালুর মাঠ থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি পরিবারের সদস্যদের বরাত দিয়ে আরও জানান, ওই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ করেসপন্ডেট, ১৯ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur