চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এম.এ খালেকের উদ্যোগে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কচুয়ার সাংসদ ড. মহীউদ্দীন আলমগীরের নির্দেশনা মোতাবেক মঙ্গলবার কচুয়া উপজেলার পাথৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মালচোয়া গ্রামে পৃথক ভাবে ১ হাজার শাড়ী কাপড় বিতরণ করা হয়েছে। ছাত্রলীগ নেতা নাঈম প্রধানের পরিচালনায় ভার্চুয়ালিতে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল ও ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক নিমাই চন্দ্র সরকার প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য সাইফুল তালুকদার,যুবলীগ নেতা শাহজাহান মজুমদার,জাহাঙ্গীর আলম,সফিউল্যাহ ছফি সহ আরো অনেকে। এসময় বিভিন্ন ইউনিয়ন যুবলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৮ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur