চাঁদপুরের কচুয়ায় মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে কটুক্তির প্রতিবাদে অভিযুক্ত যুবকের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। রবিবার বিকালে সাচার ইউনিয়নে মুসলিম তৌহিদীর ব্যানারে সাচার বাজারে অভিযুক্ত যুবক হৃদয় চন্দ্র দাসের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।
এসময় বক্তব্য দেন সাচার পুলিশ ফাঁড়ির জামে মসজিদের খতিব হাফেজ দেলোয়ার হোসেন, শিলাস্থান দরবার শরীফের পীর মুফতি আবু সাঈদ সিদ্দিকী, সোহেল মাহমুদ, ফারুক হোসেন, আবু তাহের, মোঃ জামাল হোসেন, মোখলেছুর রহমান, শরীফুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন, আবুল হোসেন ভূঁইয়া প্রমুখ।
উল্লেখ্য গত বৃহস্পতিবার কচুয়া উপজেলার উজান ছিনাইয়া গ্রামের মৃত বিশ্বচন্দ্র দাসের ছেলে হৃদয় চন্দ্র দাস তার নিজ ফেইসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি করেন। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে জেল হাজতে প্রেরন করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১ জুলাই ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur