কচুয়ায় মসজিদে চুরি করতে এসে আটক ২
চাঁদপুরের কচুয়ার দূর্গাপুর গ্রামে একটি মসজিদের দ্বিতীয় তলায় দিনদুপুরে ইমামের রুমে কৌশলে তালা ভেঙ্গে প্রবেশ করে চুরির চেষ্টাকালে ২ যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের কচুয়া থানা পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃত হলেন, বাঞ্ছারামপুর সদরের দশআনি গ্রামের আব্দুল আজিজের পুত্র আবুল হোসেন ও একই উপজেলার শিবপুর গ্রামের কফিল উদ্দিনের পুত্র শফিকুল ইসলাম। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দূর্গাপুর নূরে আমেনা জামে মসজিদের ইমাম মো: জাহাঙ্গীর আলম জানান, রবিবার জোহরের নামাজ পড়িয়ে তিনি দাওয়াত খেতে যান। পরে ৩টার দিকে মসজিদে প্রবেশ করে দো’তলায় তার রুমে ২ জন অচেনা লোককে দেখতে পেয়ে বাহির থেকে তালা ঝুলিয়ে দেন।
পরে স্থানীয় লোকজন খবর দিলে তাদের ব্যাবহারিত একটি মোটরসাইকেল ও চুরি করার বিভিন্ন তালার চাবি ও যন্ত্রাংশসহ আটক করা হয়। তবে সন্দেহভাজন আটককৃত যুবক সফিকুল ইসলাম ও আবুল হোসেন মসজিদের ইমামের দো’তলার রুমে তালা ভেঙ্গে প্রবেশের কথা শিকার করলেও কোন কিছু চুরি করেননি বলে জানান।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৯ নভেম্বর ২০২৫