বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত, চাঁদপুরের কচুয়ার পালাখাল গ্রামের কৃতি সন্তান, মো. মইনুল ইসলাম মজুমদার বি-এএম, পি-এএম কে পৃথকভাবে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। পরিচালক পদে পদোন্নতি পাওয়ার পর শুক্রবার প্রথমবারের মতো তার নিজ গ্রামের বাড়ি পালাখালে বাবা-মায়ের কবর জিয়ারত করতে আসলে স্থানীয় গ্রামবাসী তাকে বিরল ফুলেল সংবর্ধনা দিয়ে বরন করে নেন।
এসময় ৪নং পালাখাল মডেল ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান মজুমদার, ইউনিয়ন বিএনপি’র একাংশের সভাপতি মো. হুমায়ুন কবির তালুকদার লিটন, বিএনপি নেতা জুলহাস উদ্দিন জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম মজুমদার, ছাত্রদল নেতা নাজমুল ইসলাম, বাদশা মজুমদার ও তার পরিবারের সদস্যবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,১৩ ডিসেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur