চাঁদপুরের কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতে সিটি হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিককে অর্থদণ্ড ,জেল ও প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।
১৮ জুলাই মঙ্গলবার কচুয়া পৌরসভার হাসপাতাল রোডে তিনটি প্রাইভেট ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মো.নাজমুল হাসান।
অভিজ্ঞ চিকিৎসক ব্যতীত সিটি হসপিটালে সিজার অপারেশন করায় ভোক্তাধিকার সংরক্ষন ও মেডিকেল প্রেকটিস এবং বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরী নিয়ন্ত্রন অধ্যাদেশে ক্লিনিকের মালিক দিপু সরকারকে ১ লক্ষ টাকা জরিমানা,১৫ দিনের জেল ও প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। তাছাড়া যে সব ক্লিনিকের লাইসেন্স নবায়ন নেই ওইসব প্রতিষ্ঠনকে ১৫ দিনের মধ্যে নবায়নের জন্য নির্দেশনা প্রদান করেন। এ সময় চাঁদপুরের সিভিল সার্জন ডা.মো: সাহাদাৎ হোসেন ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজন কুমার দাস উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৮ জুলাই ২০২৩