চাঁদপুরের কচুয়া উপজেলার বুধুন্ডা গ্রামে আব্দুল মতীন মিলন নামের এক কৃষকের ফসলী জমির ভুট্টা কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
শনিবার মধ্য রাতে বুধুন্ডা গ্রামের দক্ষিণ বিলে এ ঘটনা ঘটে। এতে ওই কৃষকের প্রায় ৩৮ শতাংশ জমির ভুট্টার ফসলীর ব্যাপক ক্ষতি সাধন হয়। এ ঘটনায় জমির মালিক আব্দুল মতিন মিলন বাদী হয়ে রবিবার রাতে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোমবার সরে জমিনে জমির মালিক আব্দুল মতিন মিলন বলেন, আমি দীর্ঘদিন যাবৎ সৌদি আরব প্রবাসি ছিলাম। আমার কষ্টার্জিত আয় দিয়ে প্রায় ৩০ বছর আগে একই বাড়ির চাচাতো ভাই আব্দুর রাজ্জাকের কাছ থেকে বাড়ির গন্যমান্যদের মাধ্যমে মৌখিকভাবে আমার জমি সংলগ্ন ১২ শতাংশ জমি ক্রয় করি। ওই জমি বর্তমানে আমার দখলে রয়েছে। কিন্তু আমার চাচাতো ভাই আব্দুর রাজ্জাক মারা যাওয়ার পর তার ছেলে ইকবাল হোসেন ওই জমি আমাকে বুঝিয়ে দিচ্ছেন না। ওই জমির মাঝামাঝি স্থানে শনিবার রাতে কে বা কাহারা ভুট্টার গাছ গুলো কেটে বিনষ্ট করে দেয়।
এজন্য তিনি প্রতিপক্ষ আব্দুর রাজ্জাকের ছেলে প্রবাসী ইকবাল হোসেনের সম্পৃক্ততা থাকতে পারে বলে দাবী করে তাকে দায়ী করেন।
এদিকে কৃষক আব্দুল মতিন মিলনের ফসলী ভুট্টার জমিন কেটে ফেলায় স্থানীয় কৃষক বগু বকাউল, শহীদ উল্লাহ, আলমগীর হোসেনসহ স্থানীয় এলাকাবাসী ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের খুজে বের করে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,১৫ মে ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur