Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকের জয়জয়কার
চেয়ারম্যান

কচুয়ায় ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকের জয়জয়কার

তৃতীয় ধাপে অনুষ্ঠিত হচ্ছে ৬ষ্ঠ কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন আগামীকাল বুধবার ৫ জুন। গত কয়েক দিনে প্রচারনার শেষ মুহুর্তে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৫জন প্রার্থীর প্রচার-প্রচারনা ছিল চোখে পড়ার মতো। তবে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় সমর্থিত প্রার্থী সাংবাদিক রাকিবুল হাসান এর তালা মার্কা জয়জয় এখন পুরো উপজেলা জুড়ে। স্থানীয় জনসাধারন মনে করছেন তৃনমূলের পছন্দের প্রার্থী সাংবাদিক রাকিবুল হাসান অনেকটাই প্রচার প্রচারনায় ও জনসমর্থনে এগিয়ে রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, যেহেতু তালা প্রতীকের প্রার্থী সাংবাদিক রাকিবুল হাসানকে স্থানীয় ভাবে নেতাকর্মীরা সমর্থন দিয়েছেন, তাই এবারের উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে চমক আসতে পারে। সাংবাদিক রাকিবুল হাসান তালা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হবে এবং তার গলায় ফুলের মালা পড়বে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩ জুন ২০২৪