চাঁদপুরের কচুয়া উপজেলার বুধুন্ডা গ্রামে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে নগদ টাকা,স্বর্ন ও মূল্যবান মালামাল প্রায় ২২ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলেও জানান ক্ষতিগ্রস্থ পরিবার। ক্ষতিগ্রস্থরা হলেন, সৌদি প্রবাসী হানিফ মিয়া,আব্দুর রহিম ও সেলিম মিয়া।
স্থানীয়রা জানান, সৌদি প্রবাসী হানিফ মিয়ার বসতঘরে আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়লে বাড়ির লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তা ঘন্টব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। ততক্ষনে বসতঘরে থাকা নগদ টাকা,ফ্রিজ,প্রয়োজনীয় কাগজপত্র ও মূল্যবান মালামাল পুড়ে যায়।
এদিকে সৌদি প্রবাসী হানিফ মিয়ার প্রায় ২০ লক্ষ টাকা,আব্দুর রহিম মিয়া এক লক্ষ ও সেলিম মিয়ার ১ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে।
ক্ষতিগ্রস্থ সৌদি প্রবাসী হানিফ মিয়ার স্ত্রী সুমি বেগম জানান, শুক্রবার বিকালে বাপের বাগিতে বেড়াতে যান তিনি। মধ্যরাতে নিজ বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা শুনে কান্নায় ভেঙ্গে পড়েন। বসতঘরে অগ্নিকাণ্ডে সব পুড়ে ভস্মীভূত হয়ে যায়। সব কিছু হারিয়ে ক্ষতিগ্রস্থরা খোলা আকাশের নিচে বসবাস করছেন বলে জানান তারা।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৮ মার্চ ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur