কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

চাঁদপুরের কচুয়ার কলাকোপা গ্রামে কাতার প্রবাসী জহিরুল ইসলাম ভূঁইয়ার গৃহ ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভয়াবহ এ অগ্নিকাণ্ডে প্রবাসী গৃহে থাকা ফ্রিজ, নগদ টাকা ও আসবাবপত্রসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করছেন।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মীরা ও এলাকাবাসী ঘণ্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অল্পের জন্য পার্শ্ববর্তী প্রায় অর্ধ শতাধিক বাড়িঘর ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে।

প্রবাসীর স্ত্রী লুবনা আক্তার জানান, বুধবার তিনি তার দুই পুত্র সন্তান নিয়ে পাশ্ববর্তী মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াধাড়ী গ্রামে বাবার বাড়ীতে বেড়াতে যান।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বাড়িতে আসেন। অগ্নিকাণ্ডের সময় ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ ছিলনা। বিষয়টি তিনি রহস্যজনক দাবি করে ঘটনার উৎঘটনের দাবি জানান।

স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর দেওয়ান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তবে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড হতে পারে বলে তিনি ধারনা করেন। এদিকে ক্ষতিগ্রস্থ ওই পরিবারটি তাদের মাথা গুজার ঠাই হাড়িয়ে এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৮ এপ্রিল ২০২৩

Share