কচুয়ায় ব্যবসায়ী টেটাবিদ্ধ, আহত ২
চাঁদপুরের কচুয়ার উত্তর নোয়াগাঁও গ্রামে সম্পত্তিগত বিরোধের জেরে এক ব্যবসায়ীর তলপেটে টেটাবিদ্ধ করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার উপজেলার ৬নং উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের দক্ষিন বিলে এ ঘটনা ঘটে। টেটাবিদ্ধ আহত নাছির উল্যাহ নোয়াগাঁও গ্রামের মৃত: আব্দুল করিমের ছেলে। তিনি চান্দিনার নবাবপুর বাজারের ব্যবসায়ী। এ সময় নাছির উল্যাহ কে বাচাঁতে গিয়ে একই গ্রামের সুজ্জ্বত আলীর ছেলে মিজানুর রহমানও গুরুতর আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে স্থানীয়রা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
জানা গেছে, উপজেলার নোয়াগাঁও গ্রামের নাছির উলাহ ও মাইন উদ্দিন গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলছিল। বুধবার নাছির উলাহ’র বাড়ী সংলগ্ন দক্ষিন বিলের জমিতে মাইন উদ্দিন গংরা জোরপূর্বক ইরি ধান রোপন করতে গেলে বাঁধা দিয়ে উভয়ের মধ্যে এ নিয়ে তর্কবির্তকের এক পর্যায়ে মাইন উদ্দিন, মাহবুব, শাহপরান গংরা ক্ষিপ্ত হয়ে দেশীয় টেটা দিয়ে দিয়ে নাছির উলাহ’র তলপেটের নিচের অংশে টেটাবিদ্ধ করলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় অধিবাসী মোঃ আতিকুর রহমান বলেন, মাইনুদ্দিন গংরা প্রায় ৭০ বছর আগে একই এলাকার জমিলা বেগম এর কাছ থেকে জমি ক্রয় করে ভোগ-দখল করে আসছে। কিন্তু ওই জমির দাগ ভুল দাবি করে সম্প্রতি নাছির উল্লাহদের জমি দখলের চেষ্টা করার ফলে এ মারধরের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাইন উদ্দিন গংরা জোরপূর্বক নাছির উল্লাহদের জায়গা দখল করার চেষ্টা করছে। তবে মাইন উদ্দিনের মা মরিয়ম বেগম হামলা মারধর ও জমি দখলের বিষটি অস্বীকার করেছেন।
এ বিষয়ে কচুয়া থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন মুঠো জানান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৪ জানুয়ারি ২০২৬