চাঁদপুরের কচুয়া উপজেলার বুধুন্ডা গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে সংঘবদ্ধ চোরের দল ওই ব্যবসায়ী আবু তাহেরের বিল্ডিং এর নতুন বাড়ির কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে প্রবেশ করে মূল্যবান মালামাল ,স্মার্ট ফোন, টর্চ লাইট, ৩ ভরি ওজনের কানের দুল ও গলার চেইনসহ ৩লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মো. আবু তাহের ঢাকার যাত্রাবাড়িতে আতরের ব্যবসা করেন।
এ ব্যাপারে কচুয়ার থানার ওসি মো. ইব্রাহিম খলিল বলেন, বিষয়টি আমি শুনেছি, কোন লিখিত অভিযোগ পাইনি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৩ নভেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur