কচুয়ায় ব্যবসায়ীর দোকান পুড়ে ছাঁই
চাঁদপুরের কচুয়া উপজেলার শিলাস্থান জামালয়িা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে এক মুিদমালামাল ব্যবসায়ী আবদুল মোতালেব এর দোকানের মালামাল,নগদ টাকাসহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার রাত ১১টার দেিক বৈদ্যুতকি শকসার্কিটের মাধ্যমে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের আগুন নিভাতে গিয়ে নারী, পুরুষসহ ৫ জন আহত হয়েছে।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় ব্যবসায়ী আবদুল মোতালেব চাঁদপুর সরকারি কলেজে পড়ুয়া পুত্র মোঃ মোস্তাফিজুর রহমান অন্যান্য দিনের ন্যায় দোকান বন্ধ করে, রাতে বাড়ী চলে যায়।
এসময় রাত ১১টার দেিক দোকানে অগ্নকিান্ডরে খবর পেেয় দ্রুত দোকানে আসলে ততক্ষণে অগ্নকিাণ্ডে দোকানে মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেেয় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয় অধিবাসী সাবেক ইউপি সদস্য আবদুল মতীন মিয়াজীসহ আরোও অনেকে জানান, আবদুল মোতালেব একজন নীরিহ ব্যবসায়ী, তিনি সহায় সম্পত্তি বিক্রি করে এবং বিভিন্ন এনজিও সংস্থা থেেক ঋণ নিয়ে বিগত ২২বছর যাবৎ ব্যবসা করে আসছেন। পুনরায় মাথা উচু করে দাঁড়াতে প্রশাসন সহ সকলের সহযোগিতা চেয়েছেন ক্ষতিস্থস্ত পরিবারটি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৮ অক্টোবর ২০২৫