কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের নয়াকান্দি গ্রামে বোন-ভাগ্নির খবর নিতে এসে বোনের শশুর পক্ষের লোকজনের হামলার শিকার হয়েছেন প্রবাস ফেরত ভাই। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নয়াকান্দি গ্রামের ইউনুস প্রধানীয়া বাড়িতে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় হামলার শিকার প্রবাস ফেরত যুবক নবীর সিকদারের বোন সুমি আক্তার বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বাদীর অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বিতারা গ্রামের দুলাল মিয়ার মেয়ে সুমি আক্তারকে কয়েকবছর আগে একই উপজেলার নয়াকান্দি গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র ইমরান হোসেনের সাথে বিয়ে হয়। বিয়ের পর তাদের গৃহে ঝর্ণা আক্তার (৮) নামে একটি কন্যা সন্তান জন্ম হয়। বর্তমানে ইমরান হোসেন প্রবাসে থাকায় সুমি আক্তারের শ^শুর আব্দুল কুদ্দুস, শাশুরী ভানু বেগমসহ দেবর-ননদীরা বিভিন্ন সময় কারনে অকারনে সুমি আক্তারকে মারধরসহ শারিরিকভাবে লাঞ্ছিত করে আসছে। এই নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার শালিশ বৈঠকও হয়। বৃহস্পতিবার সুমি আক্তারের ভাই নবীর সিকদার তার ভাগ্নি ঝর্ণা আক্তারকে তাদের বাড়িতে বেড়াতে আনতে গেলে সুমির শ্বশুর পক্ষের লোকজন বাঁধা প্রদান করে।
এক পর্যায়ে উত্তেজিত হয়ে সজিব, সাইদুল, ডলি, মাইনুরসহ বেশ কয়েকজন মিলে দেশিয় অস্ত্র দিয়ে নবীর সিকদারের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন এসে গুরুতর আহত অবস্থায় নবীর সিকদারকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং অভিযুক্ত হামলাকারীদের বিরুদ্ধে আহতদের বোন সুমি আক্তার বাদী হয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কচুয়া থানায় অভিযোগ করে।
কচুয়া প্রতিনিধি, ৪ জুলাই ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur