কচুয়ায় বৈদ্যুতিক শর্টে শ্রমিকের মৃত্যু ও গৃহবধূর আত্ম-হত্যা
চাঁদপুরের কচুয়া-হাজীগঞ্জ সড়কের পাশে গাইড ওয়াল নির্মাণ কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শর্টে দুলাল হোসেন খান (৬০) নামারে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার ওই সড়কের ডুমুরিয়া দিঘির পাড়ে এ ঘটনা ঘটে । নিহত দুলাল হোসেন চাঁদপুর সদর বাগাদি ইউনিয়নের ঘাসিপুর গ্রামের মৃত শাহ জাহান খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, কচুয়া উপজেলার ডুমুরিয়া দীঘিরপাড় কচুয়া টু হাজীগঞ্জ সড়কের গাইড ওয়াল নির্মাণ কাজে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচ করতে গিয়ে বিদ্যুৎ এর সুইচ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টে ঘটনাস্থলে মৃত্যু বরন করেন।
স্থানীয়রা জানান,সড়কের নির্মাণ কাজে নিম্নমানের বৈদ্যুতিক তার ব্যবহার করায় শ্রমিক দুলাল মিয়া পানির মটরের সুইচ দিতে গেলে বৈদ্যুতিক শর্টে পুরো শরীর পুড়ে ছাই হয়ে যায়।
কচুয়া থানার অফিসার ওসি মোঃ আজিজুল ইসলাম জানান, উভয় পক্ষের মাঝে সমাঝোাতায় শ্রমিকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কচুয়ায় গৃহবধূর আত্মহত্যা
চাঁদপুরের কচুয়ায় হোসনা আক্তার (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শনিবার বিকেলে কচুয়া পৌরসভাধীন করইশ গ্রামের কফিল উদ্দিনের ভাড়াটিয়া বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত হোসনা আক্তার করইশ গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। তাকে প্রায় ৩ বছর পূর্বে একই উপজেলার হোসেনপুর গ্রামের রুহুল আমিনের ছেলে বোরহানের সাথে পারিবারিক ভাবে বিবাহ দেয়া হয়। হোসনা আক্তারের আত্মাহত্যার ঘটনায় তার পিতা আলমগীর হোসেন বাদী কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। হোসনা আক্তারের আত্মহত্যার সঠিক কারন জানা যায়নি।
মামলা সূত্রে জানা গেছে, বোরহান উদ্দিন স্ত্রী হোসনা আক্তারকে নিয়ে ১২ জুলাই সকাল ৯টার দিকে বোরহান উদ্দিনের বোন রুমার বাসায় আসে। এর পর সকাল সাড়ে ৯টার দিকে হোসনা আক্তারকে একা বাসায় রেখে স্বামী বোরহান উদ্দিন তার বোনকে সাথে নিয়ে শাহরাস্তি এলাকায় একটি বিবাহের অনুষ্ঠানে চলে যায়।দুপুরের দিকে হোসনা আক্তারের মোবাইল নাম্বারে ফোন দিলে ফোন রিসিভ না করায় হোসনা আক্তারের পিতা আলমগীর ও ভাই হোসাইন কফিল উদ্দিনের বিল্ডিং এর তৃতীয় তলায় রুমার বাসার দরজা খোলার চেষ্টা করে। এসময় তারা দেখতে পায় ভিতর থেকে দরজা বন্ধ দেখতে পায়। পরে তারা ওই রুমের ভেন্টিলেটর দিয়ে উকি মেরে দেখতে পায় সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে লাশ ঝুলিয়ে রয়েছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে হোসনা আক্তারের লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে।
কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম জানান, হোসনা আক্তারের লাশ উদ্ধার করে থানা আনা হয়েছে। এব্যাপারে অপমৃত্যু মামলা রুজু করে ময়না তদন্তের জন্য লাশ চাঁদপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১২ জুলাই ২০২৫