কচুয়ায় বেশি দামে সিলিন্ডার বিক্রি ও মাটি কাটার অপরাধে জরিমানা

চাঁদপুরের কচুয়ায় উপজেলার অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা ও অবৈধভাবে ফসলী জমি থেকে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (৫ জানুয়ারি) কচুয়া বাজার ও আশ্রাফপুর ইউনিয়নের চাঙ্গিনী এলাকায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির।

সাম্প্রতিক সময়ে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে সাধারণ মানুষের অভিযোগের প্রেক্ষিতে কচুয়া বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে সাধারণ ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছেন। হাতেনাতে প্রমাণ মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এক গ্যাস ব্যবসায়ীকে ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।

অন্যদিকে, অবৈধভাবে ফসলী জমি থেকে মাটি কাটার দায়ে আশ্রাফপুর ইউনিয়নের চাঙ্গিনী গ্রামে অভিযান চালানো হয়। সেখানে ভেকু (এক্সকাভেটর) দিয়ে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার কর্মযজ্ঞ চলছিল।

কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) কাটার ফলে পরিবেশ ও কৃষির অপূরণীয় ক্ষতি হওয়ায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় এক ব্যক্তিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে মাটি কাটা ও পরিবহনের সরঞ্জাম জব্দ করার নির্দেশ দেওয়া হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলেন্ডার গ্যাস বিক্রি করে সাধারণ মানুষকে জিম্মি করা এবং ফসলি জমি ধ্বংস করে অবৈধ উপায়ে মাটি কাটায় উভয়ই দন্ডনীয় অপরাধ।

জনস্বার্থে কচুয়া উপজেলার সর্বত্র প্রশাসনের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কচুয়া প্রতিনিধি/
৫ জানুয়ারি ২০২৬