কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী অন্যতম বিদ্যাপীঠ বাঁচাইয়া-নয়াকান্দি বিএনডি ফোরাম স্কুলে ঈদুল আযহা উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচীর অভিযান উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ লি. এর ডাইরেক্টর ও বিশিষ্ট সমাজসেবক মো. রফিকুল ইসলাম রনি।
কুমিল্লা বিশ^বিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার জীবন কানাই সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মজুমদার, কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আলাউদ্দিন সোহাগ, বাংলাদেশ আওয়ামীলীগ তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য মানিক ভৌমিক, কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু, কচুয়া উপজেলা পরিবার ফেসবুক গ্রুপের এডমিন সাইফুল ইসলাম তালুকদার রনি প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনডি ফোরাম স্কুলের সভাপতি দীপক দাস, সম্পাদক সোহাগ দাস ও সহকারি শিক্ষক আরিফুল ইসলাম প্রমুখ।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডাইরেক্টর, কচুয়ার কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম রনি সহ অতিথিবৃন্দ শিক্ষার্থীর মাঝে রসালো জাতের বিভিন্ন আমের চারা উপহার দেয়া হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৯ জুন ২০২৪