কচুয়ায় বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পে কৃষকদের মাঠ দিবস

চাঁদপুরের কচুয়ায় ২০২৩-২০২৪ অর্থ বছরের আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে কচুয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মনোহরপুর ব্লকের আকিয়ারা গ্রামে কৃষকদের নিয়ে এ মাঠ দিবস করা হয়।

চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাফায়েত আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আক্তারুজ্জামান।

বক্তব্য রাখেন, চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার সাইফুল হাসান আলামিন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মো: মেজবাহ উদ্দিন। এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: ওসমান গনি, ফারুকুল ইসলাম, আসমা ফেরদৌসসহ কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১২ ডিসেম্বর ২০২৩

Share