Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় বিষপানে কলেজছাত্রীর আ-ত্ম-হ-ত্যা
কলেজছাত্রীর
প্রতীকী ছবি

কচুয়ায় বিষপানে কলেজছাত্রীর আ-ত্ম-হ-ত্যা

কচুয়া উপজেলার আটোমোড় গ্রামের ভূঁইয়া বাড়িতে চলতি এইচএসসি শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে। নিহত কলেজ ছাত্রী শারমিন আক্তার (১৮) উপজেলার আটোমোড় গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। তিনি আসন্ন ৩০ জুন অনুষ্ঠিতব্য সাচার ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

শারমিন আক্তারের পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে গৃহের লোকজনের অগোচরে বিষপান করলে স্থানীয় লোকজন টের পেয়ে তাকে পাশর্^বর্তী দাউদান্দির রায়পুর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা ১১ টায় মারা যান তিনি। খবর পেয়ে বিষ পানে নিহত কলেজ ছাত্রী শারমিন আক্তারের লাশ উদ্ধার করে কচুয়া থানায় নিয়ে আসে পুলিশ। শারমিন আক্তার কি অভিমানে কিংবা কি কারনে আত্মহত্যার পথ বেছেঁ নিয়েছে তা বলতে পারেনি তার পরিবার।

কচুয়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, নিহত কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করা হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৫ জুন ২০২৪