কচুয়ায় বিশিষ্ট শিক্ষানুরাগী নুরুল আজাদের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নুরুল আজাদ কলেজ, মনপুরা-বাতাবাড়িয় জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, অস্ট্রেলিয়া শাখা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে কোরআন তেলওয়াত কবর জিয়ারতসহ নানা আয়োজনের মধ্য দিয়ে নুরুল আজাদ কলেজ মিলনায়তনে স্মরনসভা ও ও দোয়া মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাদলা ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত।
শরীরচর্চা শিক্ষক মো. কামরুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন, মনপুরা-বাতাবাড়িয় জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা,বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির,নুরুল আজাদ কলেজের প্রভাষক মোস্তফা কামাল,হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রভাষক গোফরান হোসাইন মজুমদার। এসময় আওয়ামী লীগ নেতা মো. রুহুল আমিন,আলী আক্কাস, রুবেল মজুমদার,আবুল কালাম মাষ্টার,ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক আমির হোসেন,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মেজবাহ উদ্দিন প্রধানসহ মরহুমের আত্মীয়-স্বজন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১০ সেপ্টেম্বর ২০২৩

Share