সখের বসে ১০০ ফুটের লেজ ও ৪০ ফুটের বিশাল আকৃতির ঘুড়ি বানিয়ে রীতিমতো এলাবাসীদের তাক লাগিয়ে দিলেন চাঁদপুরের কচুয়া উপজেলার গবরখোলা গ্রামের অধিবাসী ও সাউথ-আফ্রিকা প্রবাসী কাজী মোঃ মোয়জ্জেম হোসেন। তার এই ব্যাতিক্রমি ঘুড়ি উড়ানো দেখতে হাজারো দর্শকের ভীড় জমে কচুয়ার গবরখোলা মাঠে।
ঘুড়ি বানানোর কাারিগর শরীফ হোসেনের মাধ্যমে ১০ টি শাড়ির লেজ ব্যবহার করা এই ঘুড়িটি বানাতে খরচ হয়েছে প্রায় ৩০ হাজার টাকা। গেল বুধবার বিকেলে কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের গবরখোলা গ্রামে এলাকার হাজারো উৎসব মোখর মানুষের উপস্থিতিতে এ ঘুড়িটি আকাশে উড়ানো হয়। বড় আকারের এ ঘুড়িটি উড়াতে এক জায়গা থেকে অন্য জায়গায় লেজ ও ঘুড়িটি স্থানান্তর করতে ৮-১০ জন মানুষের প্রয়োজন হয়েছিল।
ঘুড়ি উড়ানোর উদ্যোক্তা গবরখোলা গ্রামের অধিবাসী ও সাউথ-আফ্রিকা প্রবাসী কাজী মোঃ মোয়জ্জেম হোসেন বলেন, আমরা দিনদিন গ্রামীন ঐতিহ্য হারিয়ে ফেলছি। পুরনো ঐতিহ্য ধরে রাখতে ও গ্রাম বাংলার সংস্কৃতি বুকে ধারণ করে আমরা এ ঘুড়ি বানিয়ে আকাশে উড়িয়েছি। এতে করে এলাকাবাসী কিছুটা হলেও আনন্দিত হয়েছে এবং যুবসমাজ বিনোদন পেয়েছে। ভবিষ্যতে এর ধারাবাহিকতা অব্যাহত রেখে গ্রামীন সংস্কৃতি ও বিনোদনের ব্যবস্থা করা হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২১ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur