কচুয়া উপজেলার আশারকোটা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে বিভিন্ন জাতের ফলজ ও শাকসবজির ফসলি জমি কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। একই গ্রামের দুলাল মিয়ার নেতৃত্বে রবিবার সকালে গাছ-গাছালি কাটার ঘটনায় ক্ষতিগ্রস্থ ইসহাক মিয়ার স্ত্রী পারুল বেগম বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাদীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, রবিবার সকালে প্রতিপক্ষ দুলাল মিয়া,জয়নাল আবেদীন,আজগর আলী সহ ২০/২৫জন লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে জায়গায় অনাধিকার প্রবেশ করে গাছ-গাছালি কেটে ফেলে এবং বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করেন।
এ ঘটনায় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শণ করেন এবং বিষয়টি উভয় পক্ষের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
কচুয়া প্রতিনিধি, ১৮ জুন ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur