Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় বিভিন্ন ফলজ ও বনজ গাছ কেটে ফেলার অভিযোগ
ফলজ

কচুয়ায় বিভিন্ন ফলজ ও বনজ গাছ কেটে ফেলার অভিযোগ

চাঁদপুরের কচুয়ার বুধুন্ডা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নুরুল ইসলাম করিম নামের এক পরিবারের গাছ-গাছালি কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার মধ্যরাতে বুধুন্ডা গ্রামের নুরুল ইসলাম করিমের গৃহের সামনের রোপনকৃত ফলজ ও বনজ জাতের বেশকিছু গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। তবে এর জন্য প্রতিপক্ষ রেহান উদ্দিন ও তার স্ত্রী আরবের নেছাকে দায়ী করেন ক্ষতিগ্রস্থ পরিবার।

ক্ষতিগ্রস্থ নুরুল ইসলাম করিমের স্ত্রী সৌরভী বেগম ও সন্তান সাব্বির হোসেন ও ফেরদৌসি আক্তার জানান, দীর্ঘদিন তারা ঢাকায় বসবাস করছেন। গৃহের সামনে থাকা বেশকিছু গাছ-গাছালি প্রতিপক্ষরা কেটে দেয়।

তাছাড়া তাদের সীমানা দখল করে পাকঘর,বারান্দা নির্মান করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

নুরুল ইসলামের করিমের ভাই আলম জানান, আমরা ৬ ভাই। প্রত্যেকে পৃথক ভাবে যার যার ঘর নির্মাণ করে বসবাস করে আসছি। গাছ কেটে নেয়া ও গৃহের সামনে প্রতিপক্ষ রেহান উদ্দিন ঘর নির্মান করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। চলাচলে প্রতিবন্ধকতা ও জমি-জমা ফিরে পাওয়ার ন্যায় বিচার পেতে প্রশাসন সহ জনপ্রতিনিধিদের সহযোগিতা চেয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারটি।

কচুয়া প্রতিনিধি, ২৭ এপ্রিল ২০২৩