চাঁদপুরের কচুয়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজা, ২টি মদের বোতল ও ৫ বোতল ফেনসিডিলসহ মো: ইয়াছিন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ী ইয়াছিন উপজেলার ভূঁইয়ারা গ্রামের মো.মহিনের ছেলে।
জানা যায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার ওসি এম. আব্দুল হালিমের দিকনির্দেশনায় এস.আই মো: রাশেদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা ভূইয়ারা গ্রামে আসামীর নতুন বাড়ির একটি গোয়াল ঘর থেকে একটি ব্যাগের ভিতরে ১৫ কেজি গাঁজা,৫ বোতল ফেনসিডিল ও ২টি মদের বোতলসহ তাকে গ্রেফতার করা হয়।
কচুয়া থানার ওসি এম. আব্দুল হালিম বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা শেষে মাদক ব্যবসায়ী ইয়াছিনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২৪ জানুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur