কচুয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

চাঁদপুরের কচুয়ায় ২০২২-২০২৩ অর্থ বছরে রোপা আমন প্রণোদনা খরিপ-২ মৌসুমে কৃষি পূর্নবাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১৫শ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলা প্রশসান ও কৃষি সম্প্রসারনের আয়োজনে বিনামূল্যে বীজ ও সার বিতরনের কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মো. সোফায়েল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ ও মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার সহ আরো অনেকে। এসময় জনপ্রতিনিধি,উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, উপকারভোগী কৃষক সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমদে নান্নু, ২৫ জুন ২০২৩

Share