Home / উপজেলা সংবাদ / কচুয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
কৃষকদের

কচুয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

চাঁদপুরের কচুয়ায় কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্রও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশের সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ প্রাঙ্গনে ৭হাজার ৫শত জন কৃষকের মাঝে উন্নত জাতের আউশ ধান বীজ (ব্রি-ধান-৪৮) ও সার বিতরণ কার্যক্রম ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

আউশ ধান আবাদের লক্ষ্যে প্রত্যেক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল আউশ ধান বীজ (ব্রি-ধান ৪৮), ১০ কেজি ডিএপি ও ১০ পটাশ সার এবং ২শত ৭০ জন পাট চাষীর মাঝে জনপ্রতি ১ কেজি করে পাট বীজ বিতরণ করেন অনুষ্ঠানে যোগদানকারী অতিথিবৃন্দ।

১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৭হাজার ৫শত কৃষকদের মাঝে আউশ প্রণোদনা বন্টন করা হয়। তন্মেধ্যে, সাচার ইউনিয়নে ২০জন কৃষক,পাথৈর ১০জন, বিতারা ৪শত ৫০জন, পালাখাল মডেল ১শ ২০জন, সহদেবপুর পশ্চিম ৩০জন,কচুয়া উত্তর ৬শত ৫০ জন, কচুয়া দক্ষিণ ৪শত, কাদলা ২০জন, কড়ইয়া ৫শত, গোহট উত্তর ১হাজার ৭শত ৫০জন, গোহট দক্ষিণ ১হাজার ৩শত ৫০জন, আশ্রাফপুর ২হাজার, কচুয়া পৌরসভার ২শত জন কৃষকদের মাঝে পর্যায়ক্রমে এ আউশ প্রণোদনা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোফায়েল হোসেন, কৃষি সম্প্রাসারন কর্মকর্তা নিজাম উদ্দীন ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মানিক মিয়া, উপ-সহকারি কর্মকর্তা টিটু মোহন সরকার, মোঃ ফারুক সহ উপজেলা বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৬এপ্রিল ২০২৩