চাঁদপুরের কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্রামে সোমবার সন্ধ্যার পর বিদ্যুৎপৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, খোরশেদ আলম বকাউল (৫০) ও আবুল হাসানাত বকাউল (৩৬)। তারা উভয়ে ওই গ্রামের কবির হোসেন বকাউলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন, স্থানীয় ইউপি সদস্য মো. সবুজ ফরাজী।
এলাকা সূত্রে জানাগেছে, উপজেলার শাসনখোলা গ্রামের বকাইল বাড়ী সংলগ্ন মসজিদের পাশে ডোবায় মাছ ধরার জন্য সোমবার বিকেলে তারা উভয় ভাই মিলে সিঙ্গেল পাম্প মেশিন বসায়। পরে ইফতার শেষে বড়ী থেকে মেশিনের কাছে আসলে আকস্মিক ভাবে বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। পবরর্তীতে স্থানীয় লোকজন দেখতে পেয়ে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্যকম্পপ্লেক্স-এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে কচুয়া উপজেলার শাসনখোলা গ্রামে আপন দু’ ভাইয়ের বিদ্যুৎপৃষ্টে মৃত্যুর ঘনটনায় তাদের পরিবারসহ এলাকায় শোকের মাতম বইছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৪ মার্চ ২০২৫