চাঁদপুরের কচুয়া উপজেলার অন্যতম শিশু শিক্ষা প্রতিষ্ঠান তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনের শিক্ষা কার্যক্রম পরিদর্শন ও শিক্ষার্থী-অভিভাবকদের সাথে মতবিনিময় করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কচুয়া উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন। তিনি শনিবার দুপুরে ওই বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেনি পর্যন্ত বিভিন্ন শ্রেনি কার্যক্রম ঘুরে দেখেন, আগামীর ভবিষ্যৎ শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং অভিভাবকদের শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম উদ্যোক্তা সুলতান আহমেদ পাটওয়ারী, জেলা বিএনপি’র সদস্য এ্যাডভোকেট মোস্তাক আহমেদ, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক মিজানুর রহমান পাঠান, তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনের সভাপতি আব্দুল মোতালেব মোল্লা, বিদ্যালয়েল পরিচালক মহসীন প্রধান, লিটন প্রধান, প্রধান শিক্ষক ওমর ফারুক প্রধান, সিনিয়র শিক্ষক সাকিব আল হাসান জুয়েলসহ অন্যান্য শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২৬ অক্টোবর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur