কচুয়ায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিএনপির সভা

চাঁদপুরের কচুয়া উপজেলা ২নং পাথৈর ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে পূর্ব প্রস্তুতি সভা করা হয়েছে। রবিবার সকালে ২নং পাথৈর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে পাথৈর কড়িতলা বাজারে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপি সভাপতি মো. মোস্তফা কামাল মাষ্টারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. আলমাছ মিয়াজী’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো. মিজানুর রহমান স্বপন।

বক্তব্য দেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল প্রধান, ইউনিয়ন বিএনপি’র সহ-সাধারন সম্পাদক মিজানুর রহমান বশির, মো. শাহ আলম, ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. আলী আরশাদ মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা রফিকুল ইসলাম মজুমদার, ইউনিয়ন যুবদলের আহবায়ক আলাউদ্দিন মিয়াজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক আলাউদ্দিন প্রধান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো. ইয়াসিন, সদস্য সচিব হানিফ প্রধান, যুবদল নেতা আনিছুর রহমান রাজিব, স্বেচ্ছাসেবকদল নেতা জামাল হোসেন, ওলামাদল নেতা ইমাম হোসেন ও উপজেলা ছাত্রদল নেতা এইচ এম মাসুদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন পর স্বাধীনভাবে মহান বিজয় দিবস উদযাপন করবে বিএনপি। তাই জননেতা মোশাররফ হোসেনের নির্দেশে এ দিবসটি যথাযথভাবে পালনে সকলের সহযোগিতা চাই।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৫ ডিসেম্বর ২০২৪

Share